মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধিঃ “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৫৩তম জাতীয় সমবায় দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন উত্তোলন করেন। পরে একটি শোভাযাত্রা পরিষদ চত্তর প্রদক্ষিন করেন।
উক্ত জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.রুকুনুজ্জামান।
উক্ত জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃসিদ্দিকুর রহমান,সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।