sliderস্থানীয়

ঝিনাইগাতীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী বুধবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রকৌশলী আরেফিন সোহাগ ও যুগ্ন আহবায়ক হান্নান সরকারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, লুৎফর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি শামিম মোস্তুফা, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ছামিউল হক সাদাসহ প্রমুখ।

উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রদল কমিটির সভাপতি/সম্পাদকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয় বিএনপির কার্যালয়ের সামনে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও স্থানীয় সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নামে ছাত্রদল কর্মীরা স্লোগানে মুখরিত করে তুলে রাজপথ। ছাত্রদলের কর্মসূচি পালনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button