
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সর্ব বৃহৎ ব্যবসায়ীক সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ এর উপস্থাপনায় এবং আলহাজ মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার আশরাফুল কবির, শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান প্রমুখ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে বিগত বছরের আয় ব্যয় হিসাব, বাজেট পেশ ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এতে লটারির মাধ্যমে সমিতির ৫০ জন সদস্যকে নানা ধরণের পুরস্কার প্রদান করা হয়।