মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম,ভুট্রা,চিনাবাদাম,পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়।
বুধবার(৬ নভেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।কৃষি প্রণোদনা মধ্যে ২১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা, ১০কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,২০জন কৃষককে ১ কেজি পেঁয়াজ, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি, ১৫০ জন কৃষককে ২০ কেজি গম,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,১৪০জন কৃষককে ২ কেজি ভুট্রা, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি প্রদান করা হয়।
ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাজিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।