sliderস্থানীয়

ঝিনাইগাতীতে কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঝিনাইগাতী দারুল ফালাহ মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মাদরাসার শিক্ষার্থীদের গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল ফালাহ ইসলামি ফাউন্ডেশন’ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির। অনুষ্ঠানে ঝিনাইগাতী দারুল ফালাহ মাদরাসা মোহতামিম মাওলানা মো. ছফির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী শাকিব আহমেদ শান্ত, মাওলানা মো. আশরাফুল ইসলাম, আয়োজক সংগঠনের হাফেজ জাহিদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button