slider

ঝিনাইগাতীতে কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাইসার ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে বোরো ধান (তেজগোল্ড) এর চারা রোপণের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুকল্প দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী শিবানী রানী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপসহকারি শাহরিয়ার শামিম সহ অন্যান্য উপসহকারি কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক ও গণমাধ্যম কর্মিরারা সহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

প্রথম বারের মতো ওই এলাকায় ৬০ জন কৃষকের ৫০ একর জমি ট্রান্সপ্লান্টারের রোপন করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, “সময় কম লাগায় একই সময়ে একই জাত রোপন ও কাটার সুবিধা থাকায় সমলয় পদ্ধতিতে চারা রোপনে অধিকতর লাভবান হবে কৃষক। আমরা উপজেলা পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগীতা করে যাচ্ছি”।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুরের উপ-পরিচালক সুকল্প দাস বলেন,শ্রমিক সংকট থাকায় খরচ বেশী হয়।

এক্ষেত্রে সময় অপচয় রোধ, অল্প সময়ে অধিক জমি রোপনের ক্ষেত্রে ব্যাপক ভাবে সহযোগীতা করবে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন করা। তাতে কৃষকদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে।

এতে কৃষকরা হবে অধিক লাভবান। ভবিষ্যতে এর ব্যাবহার অধিকতর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button