ঝিনাইগাতীতে কুয়া খননকালে অক্সিজেনের অভাবে মৃত্যু ২, আহত ১

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামে কুয়া খননের সময় অক্সিজেনের অভাবে দুই ভাইরা ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নারায়ন কোচ (৪০) ও নিরঞ্জন কোচ (৩৩)। আহত হয়েছেন আরেক শ্রমিক মহাদেব কোচ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিরঞ্জন কোচের বাড়ির দক্ষিণ পাশে একটি মাটির কুয়া খননের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে নারায়ন কোচ কুয়ায় নামলে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ভাই নিরঞ্জন কোচ তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও একই কারণে প্রাণ হারান। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা অপর শ্রমিক মহাদেব কোচ চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে তিনিও কোমরে দড়ি বেঁধে কুয়ায় নামার সময় অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইরার মরদেহ উদ্ধার করে এবং আহত মহাদেব কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।