sliderস্থানীয়

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি কমিটির সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষ্যে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২০নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারি কমিটির সমন্বয়কারি সুরাইয়া সুলতানা’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ্দাম হোসেন, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আতাউর রহমান, রুকুনুজ্জামান, শাহাদৎ হোসেন, আশরাফুল ইসলাম পলাশ, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক প্রমূখ।
আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত উপজেলাব্যাপী অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে।

উক্ত শুমারিতে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে আহবান করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button