মিজানুর রহমান,(ঝিনাইগাতী)শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে কিছু মহল।
এই ধারাবাহিকতায় ২ অক্টোবর সকাল ৬:০০ ঘটিকায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের কালিস্থান এলাকায়, বনরানী রিসোর্ট সংলগ্ন দরবেশতলা, তাওয়াকুচা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম রাসেল।
আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার পুলিশ সদস্য, বিজিবি, নকশী ক্যাম্প ও বনবিভাগের কর্মকর্তা। অবৈধ বালু উত্তোলনকারী কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।