
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর আঞ্চলিক সড়কের বাঠইৃুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেয়া হয়েছে।
রোববার সাড়ে বারোটার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।
তিনি বলেন, মানিকগঞ্জ থেকে ঝিটকা-হরিরামপুর আঞ্চলিক সড়কের বাঠইমুড়ি এলাকায় সিএনজিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস হরিরামপুর ইউনিট আগুন নিভিয়েছে।
হরিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে এসে আগুন নেভানো হয়েছে। সিএনজির বেশিরভাগ অংশ পুরে গেছে।
সিএনজি চালক উজ্জ্বল জানান,’আমি মানিকগঞ্জ থেকে হরিরামপুরের ঝিটকা যাচ্ছিলাম, পথে পাঁচ-ছয়জন যাত্রীবেসে সিএনজি থামাতে বললে থামাই। সাথে সাথে পেট্রোল বের করে আমার দিকে ছুড়ে মারে। আমি দৌড় দেই। পরে দৌড়ে ব্রিজের দিকে যাই। পেছনে তাকিয়ে দেখি ওরা আগুন ধরিয়ে দিয়েছে। আমি কাউকে চিনিনি।
খবর পেয়ে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান, হরিরামপুরের এসিল্যান্ড তাপসী রাবেয়া, হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, ঘিওরের নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু ঘটনাস্থলে আসেন।