ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর জন্মদিন উপলক্ষে ঝালকাঠি সদর হাসপাতালে বহিঃ বিভাগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিচালিত হয়েছে। এতে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্নয়, ডায়াবেটিস পরিক্ষা, বøাড প্রেশার ও ওজন পরিক্ষা করা হয়। মঙ্গলবার সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা.এইচ. এম জহিরুল ইসলাম। এসময় চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মির্জা মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহন করেন।