sliderস্থানীয়

.ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ফ্যাসিস্টদের দোসর ও অখেলোয়ারদের নিয়ে গঠিত জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, ক্রীড়া সংগঠক তমাল খলিফা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. মিরাজ খানসহ অনেকে।

অনতিবিলম্বে বর্তমান কমিটি বাতিল চেয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলীয় বিবেচনায় বিগত ১৫ বছর যারা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ছিলো বর্তমান আহ্বায়ক কমিটিতেও তারাই স্থান পেয়েছে। এদের মধ্যে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠিন বিরোধিতা করেছিলো। তাই জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চাপিয়ে দেয়া এই কমিটি অনতিবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button