![](https://pataka24.com/wp-content/uploads/2025/01/470051732_1825103391631289_7922576961780482961_n.jpg)
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার বই বিতরণ ও সবক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড মহাসচিব শাইখুল উলামা আল্লামা নুরুল হুদা ফয়েজী। এ সময় ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার বিভিন্ন শ্রেনীর ৬শত শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বই বিতরণ বিতরণ অনুষ্ঠানকে ঘিরে ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার এক আনন্দঘন পরিবেশেষের সৃষ্টি হয়। ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ¦ মো. কামাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড উপ মহাপরিচালক মাওঃ আব্দুস সওার হামিদী, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোক্তার আহমেদ, ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার নির্বাহী মুহ্তামিম মাওঃ মুফতী মুহাঃ বিন-ইয়ামীন, সহকারী নির্বাহী নায়েবে মুহ্তামিম হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া, মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান খান, প্রধান হাফেজ অত্র মাদ্রাসার হাফেজ কারী আবু মুসা, বিভাগীয় প্রধান কেরাতুল কুরআন বিভাগ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন নতুন বছরের প্রথমে শিশুদের হাতে হাতে নতুন বই তুলে দেওয়ায় শিক্ষার্থীদের লেখা-পড়া প্রতি মনযোগ বৃদ্ধি পাবে । নতুন বছরের শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত। আজ থেকেই তারা বই পড়া শুরু করে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা। এ ছাড়া প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেয়া হয়। বই বিতরণ ও সবক অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।