sliderস্থানীয়

ঝালকাঠিতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন’র উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সোমবার সকাল ৯ টা সদর উপজেলা কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান (মহিলা) ইসরাত জাহান সোনালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ। ঝালকাঠিতে এ বছর৬ থেকে ১১ মাসের ১৩ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৮৭ হাজার শিশুকে লাল রংয়ের মোট এক লাখ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ভ্রাম্যমান টিম বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন স্থানে কেন্দ্রে কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়াবে।

সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button