ঝালকাঠি প্রতিনিধি: সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শ্লোগান দেয় শিক্ষার্থীরা। সমাবেশ বক্তব্য দেন, শিক্ষার্থী আবির লস্কর, প্রান্ত, লামিয়া আক্তার প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা, সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ছাত্রসহ নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় বিচারের দাবি জানান। এছাড়া ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।