sliderস্থানীয়

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে পড়ে পানিতে ডুবে মো.আমানুল্লাহ(১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা চর ভাটারাকান্দা গ্রামের দিন মজুর মো. সুমন হোসেন এর ছেলে। নিহত দুই ভাই স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতিয় শ্রেণির ছাত্র।

স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সকলের অগচরে বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের
খোজাঁখুজি করে। পরে নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৈশাখী বড়াল দুই ভাইকেই মৃত ঘোষণা করেন। দুই ভাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝালকাঠি সদর থানায় ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button