ঝালকাঠিতে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি: বাংলা নতুন বছর-১৪৩২ বরণ করে নিয়েছে ঝালকাঠিবাসী। দিনব্যাপী বৈশাখী মেলা, হাডুডু খেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিশুপর্কে এসে শেষ হয়।
জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উৎসবে অংশ নেয়। বাহারি শোভাযাত্রা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবে অংশ নেয়। বর্ষবরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নিয়ে, কেউ কেউ প্রতীকী জেলে, কামার-কুমোর, বাউল-গায়েন সাজে শোভাযাত্রায় অংশ নেন। ঢাক,ঢোল,কাঁসর,সানাইয়ের সুরে উৎসবের নগরীতে পরিণত হয় ঝালকাঠি শহর।
শিশুপর্কে এসে বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উপলক্ষে নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রাণের উৎসবে মেতেছেন আজ। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও বর্ষবরণে নানা আয়োজন হাতে নেয়া হয়েছে। কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,গ্রামীণ খেলাধুলা,পান্তা-ইলিশ উৎসবসহ বাহারি আয়োজনে চলছে বর্ষবরণ।
এ ছাড়াও জেলার অন্য উপজেলাগুলোতেও বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে স্ব স্ব উপজেলা প্রশাসন। সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও উপজেলায় বর্ষবরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।