sliderস্থানীয়

ঝালকাঠিতে তৈল জাতীয় ফসল উৎপাদন করায় ৫ কৃষক পুরস্কৃত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে তৈল জাতীয় ফসল উৎপাদনে বিশেষ অবদান রাখায় ৫ জন কৃষককে পুরস্কৃত
করেছে জেলা কৃষি অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে ওই ৫ কৃষকের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ। সভাপতিত্ব করেনজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকদার, ইসরাত জাহান মিলি, বীজ প্রত্যয়ন অফিসার রেহানা বেগম, বিএডিসির সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও সাংবাদিক আল-আমিন তালুকদার।

অনুষ্ঠানে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার শতাধিক সফল তৈল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষক-কৃষাণিরা অংশ নেন। এদের মধ্য থেকে জেলা পর্যায়ে ৫ জনকে শ্রেষ্ঠ তৈল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষক হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button