ঝালকাঠি প্রতিনিধি : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্সকে এক দুর্বৃত্ত¡ কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স সাজমিন জাহান (৩৮) জেলার সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী। ২২শে আগস্ট মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঝালকাঠি মাও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত সিনিয়র নার্স
সাজমিন জাহান বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রযছেন। এ ব্যাপারে ভুক্তভোগী নিজেই ঝালকাঠি সদর থানায় অভিযোগপত্র দাখিল করেছে। থানায় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন,‘আমি ঝালকাঠি সদর হাসপাতালের কোয়ার্টার্সে আমার পরিবার নিয়ে বসবাস করি। প্রতিদিনের ন্যায় আমি সকালে
ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালের ক্যাম্পাসে হাটতে বের হই। হাসপাতাল ক্যাম্পাসে হাটতে থাকলে অজ্ঞাতনামা এক জন ব্যক্তি তার গামছা দিয়ে মুখ বাধা ছিলো। আমাকে একা পাইয়া কুপ্রস্তাব দেয়। আমি তার কুপ্রস্তাবে রাজি না হইলে একপর্যায়ে আমাকে চাকু বের করে ভয়ভীতি দেখায় এবং আমাকে টানা হেচড়া করে। আমি ডাকচিৎকার করলে ওই ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে আমাকে এলোপাথারী কোপ মারিলে কোপ আমার বুকে এবং আমার ডান হাতে লেগে আমি রক্তাক্ত জখম হই। পরবর্তীতে আমি সু-কৌশলে দৌড়ে হাসাপাতালের মধ্যে চলে যাই এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আমার বুকে তিনটি এবং হাতে দুইটি সেলাই লেগেছে।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।