sliderস্থানীয়

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ বছর বয়সী ওই কিশোরের বাড়ি উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর এলাকায়।

নিহতের বাড়ির আম গাছ থেকে ২৫ জুন রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোর উত্তমপুর বাজারের মাছ ব্যবসায়ী মো. আসলাম হোসেনের ছেলে মো. রাব্বি হোসেন(১৪)।

পুলিশ ও কিশোরের বাবা মো. আসলাম হোসেন জানায়, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। ভোরে আসলাম হোসেন ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি আম গাছের সাথে গলায় রশি জড়িয়ে ঝুলতে দেখে ডাক চিৎকার দেয়। স্থানীয়রা এসে বিষয়টি থানা পুলিশে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারণে রাব্বি আত্মহত্য করেছে সে বিষয়ে তার পরিবার সঠিক ভাবে কিছু বলতে পারেনি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button