sliderস্থানীয়

ঝালকাঠিতে কমছে মোবাইল কোর্ট, বাড়ছে থানায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। বাড়ছে থানার মামলা। আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে ৫টি মোবাইল কোর্ট কম
পরিচালনা হয়েছে। থানার মামলায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে ১২টি মামলা বেশি ও ১১জন আসামীকে বেশি গ্রেফতার করা হয়েছে।
ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য বের হয়ে এসেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিতহয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশসুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জনডা. এইচ এমজহিরুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, নলছিটি পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান ও ডিডি এন এস আই, জেলা০ প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার, কাজী সমিতির সভাপতি মাওলান াএসএম বশিরসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন।
গভায় প্রকাশিত তথ্যানুযায়ী, গত আগস্ট মাসে ৩১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ৪৯টি মামলা হয়েছে। এতে ৪৯জনকে দন্ডিত করে ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়েছে এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছিল। যা বর্তমান (সেপ্টেম্বর) মাসে ২৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং মামলা হয়েছে ৪৭টি। এই মামলায় ৪৬ জনকে দন্ডিত করে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৬ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে জেলার ৪ থানায় গত সেপ্টেম্বর মাসে ৬৮টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ৬২ জন মামলাভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। অপরাধ পরিসংখ্যান অনুযায়ী ৪টি চাঁদাবাজির মামলা, ২টি ধর্ষণ, ২টি নারী নির্যাতন, ২টি সিধেল, ৩টি গবাধিপশু চুরি আরও অন্যান্য চুরির ঘটনা ২টি, ১৭টি পারবারিক সংঘাতজনিত মারামারি, অস্ত্র আইনে ১টি, ১৮টি মাদক আইনে এবং অন্যন্য ১৭ টিসহ ৬৮ মামলা দায়ের হয়েছে। পূর্বেও মাসেএর সংখ্যা ছিল ৬৫টি এবং গ্রেফতার ছিল ৬১জন। বিগত মাসের চেয়ে এই মাসে ১২টি বেশি হয়েছে এবং ১১জন আসামী বেশি গ্রেফতার হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button