slider

ঝালকাঠিতে ইয়াবা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারান্ড এবং ১ লাখ জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে় আরও এক বছরের
কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪২) এবং কক্সবাজারের টেকনাফের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমেদ ওরফে মনির (৪৩)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ এপ্রিল বিকেল পৌনে চারটার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের আবাসিক হোটেল আরাফাতের চার তলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় বেলায়েত ও মনিরের কাছ থেকে তল্লাশি করে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবাবড়িসহ নগদ ৮১ হাজার ৮৩০ টাকা টাকা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ওইদিনই র‌্যাব-৮ এর ডিএডি মো.সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ে়র করেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) আনসারুল হক ও র‌্যাব-৮ এর উপ পরিদর্শক (এসআই) অসীম কুমার বিশ্বাস যৌথভাবে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত আসামিদের
বিরুদ্ধে ২০২২ সালের ২০ জানুয়ারি অভিযোগ গঠন করেন। পওে ১০ জন সাক্ষির সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button