
মুশফিকুর রহীম আর উপুল থারাঙ্গার ব্যাটিং তাণ্ডবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে জয় দিয়ে যাত্রা শুরু করলো মোহামেডান স্পোটিং ক্লাব। লীগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ৭৮ রানের ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস ভাগ্যে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন ব্রাদার্সের অধিনায়ক শাহরিয়ার নাফীস। ব্যাটিং-এ নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি মোহামেডান। ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন শ্রীলংকার উপুল থারাঙ্গা ও অধিনায়ক মুশফিকুর রহিম। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে আউট হন। থারাঙ্গা ৮১ বলে ৭০ ও মুশফিকুর ৮০ বলে ৭২ রান করেন।
আর মোহামেডান ইনিংসের শেষ দিকে নাজমুল হোসেন মিলনের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ পায় মোহামেডান। মিলন ৫টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৭০ রান করেন। এছাড়া আরিফুল হক ৪১ রান করেন। ব্রাদার্সের মোহাম্মদ শহীদ ও আরিফ হাসান ২টি করে উইকেট নেন।
জবাবে মোহামেডান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০৭ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। দলের পক্ষে জাকির হাসান ৬১, নুর আলম ৩৬ ও ইফতেখার সাজ্জাদ ২৯ রান করেন। মোহামেডানের সুভাশিষ রায় ২৮ রানে ৩ উইকেট নেন।