sliderস্থানীয়

জয়পুরহাট ৫ ইউপির নির্বাচনে নৌকা ১ সতন্ত্র ৪ প্রার্থীদের জয়

জয়পুরহাট প্রতিনিধিঃ পঞ্চম ধাপ জয়পুরহাটর পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫ ইউনিয়নের ৪টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি এক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি ) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানা হয়।
বিজয়ীরা হলেন-
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপিতে (নৌকা) প্রার্থী রবিউল আলম চৌধুরী পিন্টু,
আয়মা রসুলপুর ইউপিত (স্বতন্ত্র) প্রার্থী মামুনুর রশীদ মিল্টন,
আটাপুর ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী আবু চৌধুরী,
বাগজানা ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী নাজমুল হক,
ধরঞ্জী ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ারূল ইসলাম চৌধুরী।
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আমিনুর রহমান মিঞা এ ফলাফলের বিষয় নিশ্চিত করছেন। তিনি জানান, ৫ টি ইউনিয়ন মোট ভাটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৪৭২ জন। যার মধ্যে ৫২হাজার ৭৪০ জন পুরুষ এবং ৫২ হাজার ৭৩২ নারী ভোটার। নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদ ২৩, সাধারণ সদস্য ১৯২ সংরক্ষিত নারী সদস্য পদ ৭৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ছাড়া অন্য কোন দল অংশগ্রহণ করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button