sliderস্থানীয়

জয়পুরহাট গাজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ১ কেজি গাজা সহ স্বপন ফকির ( ৩০ ) ও সুমতি রানী (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মংগলবার বিকেলে কালাই উপজেলার পুনট শিকটা হিন্দু পাড়া এলাকা থেকে গাজা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন ফকির কালাই উপজেলার মোশাররফ ফকিরের ছেলে ও সুমতি রানী একই উপজেলার শিকটা বৈরাগী পাড়া গ্রামের শ্রী বীরেন চন্দ্র মহন্তের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল কালাই উপজেলার শিকটা হিন্দু পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১ কেজি গাজা সহ তাদের দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন।

Related Articles

Leave a Reply

Back to top button