জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ২০ কেজি শুকনা গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা বাজার (মহাজের কলোনী) থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবির উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী মন্ডলের ছেলে মোহাম্মদ মাবুদ (৩৫) ও একই এলাকার ছলিম মন্ডলের ছেলে ফরিদ মন্ডল (৪২)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা বাজারের মহারাজের কলোনি এলাকা থেকে ২০ কেজি শুকনা গাঁজাসহ মোহাম্মদ মাবুদ ও ফরিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ মাবুদের নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।