sliderস্থানীয়

জয়পুরহাটে স্বেচ্ছাসেবী সংস্থার সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির চাঁনপাড়া বাজারের স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থা (পমাসেস) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের বৈরাগীর মোড়ের ফ্রেন্ডস গার্ডেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান মানিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম শুরু হয়। এসময় সদস্যদের বিভিন্ন আমানত ছিল। এরপর কয়েকজন উদ্যোক্তা সমবায়ের নিয়ম বহির্ভূত কার্যক্রম করায় বাধ্য হয়ে সমিতির নিবন্ধন বাতিলের জন্য সমবায় অফিসে আবেদন করা হলে তদন্তপূর্বক নিবন্ধন বাতি হয়। সেসময় সাধারণ সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আমানতের টাকা সুরক্ষিত রাখার জন্য জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধন প্রাপ্ত আস্থা ট্রেডিং নামে আরেক সংস্থায় হস্তান্তর করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থার (পমাসেস) এরিয়া ম্যানেজার ছিলেন বেলাল হোসেন নামে এক ব্যক্তি। তিনি সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তারও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বেলাল দায়িত্ব পালনকালে টাকা আত্মসাৎ, চেক ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে তিনি ষড়যন্ত্রমুলকভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ পরিবেশন করছে। সেই নিউজে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী মানবতার সেবা সংস্থা (পমাসেস) সাইনবোর্ড দেখানো হয়েছে। সংবাদে ১৫ কোটি টাকার কথা বলা হলেও সদস্যদের আমানত রয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা। ইতিমধ্যে আমানতকারীরা প্রতিমাসে ও পর্যায়ক্রমে ২ কোটি ১০ লাখ টাকা গ্রহন করেছে। আমরা লাপাত্তা হয়নি। আমাদের অফিসের সকল কার্যক্রম চালু রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পমাসেসের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, পাঁচবিবির আওলাই ইউনিয়ন পরিষদের সদস্য ওলিউল ইসলাম, ভোলা, হালিমা, মেঘনা, মোকছেদ, আমানতকারী আব্দুল হান্নান, রেনুকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Back to top button