sliderস্থানীয়

জয়পুরহাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বেলুন-পায়রা উড়িয়ে ও প্রদীপ জ্বালিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক ড. নিম চন্দ্র ভোমিক।

সংগঠনের জেলা শাখার আহবায়ক রতন কুমার খাঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বাবু কাজল দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক হরিচাঁদ মন্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক বাবু সাগর হালদার, পদ্মাবতী দেবী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকার ও সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামত অথবা ভোটে নতুন সভাপতি সাধারন সম্পাদক নিবার্চিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button