Uncategorized

জয়পুরহাটে দুই মোটরসাইকেলসহ ৭ ডাকাত সদস্য আটক

সংবাদদাতা, জয়পুরহাট : জয়পুরহাটে ছিনতাই হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা ডাকাত দলেরসহ ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রী কৃষ্টপুর গ্রামের মো. শহিদের ছেলে মো. শাকিব (১৯), রাজকান্দা পশ্চিমপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে বুলবুল (২০), আক্কেলপুর পূর্ব আমুত গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. শাহিন (২৭), রাজকান্দা ঠ্যাঙ্গাপুর গ্রামের মো. ফেরদৌসের ছেলে ফিরোজ (২০), শ্রী কৃষ্টপুর গ্রামের মোনতাজ হোসেনের ছেলে খোকন হোসেন (২৬), একই গ্রামের আবু কালামের ছেলে সুরুজ হোসেন (২২) ও রাজকান্দা গ্রামের তোজাম্মেলের ছেলে সোহেল (২৩)।
পুলিশ সুপার বলেন, গত ৩০ জুলাই রাতে আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকা থেকে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোটরসাইকেল এবং ৫ আগস্ট রাতে ওই উপজেলার রাজকান্দা এলাকায় আলম হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল ২টি ছিনতাই করে ডাকাত দল।
থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ তৎপরতায় ডাকাত দলের কয়েকজন আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যমতে পাবনার সদর উপজেলার দড়ি হাওভাঙ্গা গ্রামের সুজনের বাড়ি থেকে ও একই উপজেলার খয়েরসূতি গ্রামের আরিফুল ইসলাম বাবুর বাড়ি থেকে মোটরসাইকেল ২টি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এ ঘটনার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button