sliderস্থানীয়

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি : ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন এ্যাডঃ সামছুল আলম দুদু। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারি জজ সামিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মুল বানীন দ্যুতি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারজানা হোসেন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জিপি এ্যাড. মোমেন আহম্মেদ চৌধুরী, স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী ও আইনজীবি সহ নানা শ্রেণী পেশার মানুুষ।
জয়পুরহাট জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, দরিদ্র ও অসহায় মানুষের ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ১৩১২ টি এডিআর বিরোধ নিষ্পত্তির জন্য অভিযোগ হয়েছে এর মধ্যে ১০৩০ টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। ১২০২ টি মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে ।

Related Articles

Leave a Reply

Back to top button