জয়পুরহাটে অস্ত্রসহ বগুড়ার চিন্তিত সন্ত্রাসী নয়ন গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : অস্ত্রসহ বগুড়ার চিন্তিত সন্ত্রাসী নয়ন ( ২৬) কে প্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নয়ন বগুড়া শহরের চেলোপাড়া নামপাড় এলাকার মৃত লাটু ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত নয়ন জয়পুরহাট শহরের পাচুরমোড় কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি ধারালো ছোরা নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ছোরা সহ নয়নকে গ্রেফতার করে। নয়ন বগুড়া জেলার চিন্তিত সন্ত্রাসী। সে আশপাশের কয়েকটি জেলায় ডাকাতী, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ মুলক কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে বগুড়া,গাইবান্ধা,নওগাঁ, জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের ৮ টি মামলা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান।