sliderখেলা

জ্যামাইকার হ্যাটট্রিক জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের সপ্তম ম্যাচে পঞ্চম এবং টানা তৃতীয় জয় তুলে নিল সাকিব আল হাসানের জ্যামাইকা তালওয়ারস। আগের ম্যাচে ব্যাট-বলে জ্বলে উঠলেও আজকের ম্যাচে অনেকটা সাদামাটা ছিলেন তিনি।
ব্যাট হাতে ক্রিজে ছিলেন ১৩ বল। তাতে, এক ছক্কায় করলেন ১০ রান। বল হাতে, তিন ওভারে ২৮ রান দিয়ে নিলেন একটি উইকেট।
তারপরও জিতে গেলো জ্যামাইকা। কিংস্টনের স্যাবাইনা পার্কে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসলো ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াস।
টসে হেরে ব্যাট করতে নামা সাকিবের দল নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে করে ১৫৮ রান। দানবীয় ওপেনার ক্রিস গেইল কোনো রান না করে ফিরলেও জ্যামাইকার স্কোরটা যে এতদূর গড়ালো তার কৃতীত্ব মিডল অর্ডারের।
আলাদা করে বলতে হয় দুই ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে রাসেল ও রোভম্যান পাওয়েলের নাম। দুজনের ব্যাট থেকেই আসে ৪৪ টি করে রান। এর বাদে লঙ্কান উইকেট রক্ষক ব্যাটসম্যান ২৩ রান করেন।
শাহরুখ খানের দলের হয়ে কেভন কুপার তিনটি ও অধিনায়ক ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারানো নাইটসরা কখনওই উইকেটে থিতু হতে পারেনি। ফলাফল অল আউট না হলেও নয় উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে মোটে ১৩৯ রান সংগ্রহ করতে পারে ডোয়াইন ব্রাভোর দল।
দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও চার উইকেট নেয়া আন্দ্রে রাসেলের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। এর বাদে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন নেন দু’টি উইকেট। নাইটসের ওপেনার হাসিম আমলার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় জ্যামাইকার প্রতিপক্ষ বার্বাডোজ ট্রাইডেন্টস। একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই জয়ের ফলে সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরের নামটি এখন জ্যামাইকার। পাঁচটি জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র একটি ম্যাচে। একটি ম্যাচে আবহাওয়াজনিত কারণে কোনো ফলাফল আসেনি।
অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স সমান সাত ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে; হেরেছে দুটিতে। তাদের পয়েন্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button