
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চরফ্যাশনের ঢালচর, চরপাতিলা, মনপুরার কলাতলীর চর, চরনিজাম ৩-৪ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। চরনিজাম ও কলাতলীর চরে আশ্রয়কেন্দ্রের রাস্তার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।
বিচ্ছিন্ন চরাঞ্চলে থাকা মানুষজনকে আশ্রয়কেন্দ্রে আনতে কাজ করে উপজেলা প্রশাসন।
অপর দিকে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া চর ফ্যাশনের ঢালচর ও চর পাতিলা এলাকার লোকজনকে মঙ্গলবারই বিভিন্ন ট্রলারযোগে মূলভূখন্ডে নিয়ে আসা হয়েছে।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ইতোমধ্যে কলাতলীর চর ও চরনিজামে জোয়ার পানি উঠেছে। সেখানকার আশ্রয়কেন্দ্রে আসা লোকজনদের খাবার দেওয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, সিপিপির সদস্যরা মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করে যাচ্ছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।