sliderস্থানীয়

জৈব সারে উফশী ধান চাষাবাদে সফলতা বিষয়ে মতবিনিময়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও জিয়া মার্কেটে শ্যামল বাংলা কৃষি ফার্ম লি.এর আয়োজনে জৈব সারে উফশী ধান চাষাবাদে সফলতা শীর্ষক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে।

স্হানীয় কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপসহকারী কৃষি অফিসার সামসুন নাহার বেগম, কৃষক রাজিব বেপারী, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মূখ্য আলোচনা শ্যামল বাংলা কৃষি ফার্ম লি.এর এমডি ও সাবেক অতিরিক্ত সচিব মো.মাহফুজুল কাদের।

সবায় শ্যামল বাংলা জৈব সার ব্যবহারকারী কৃষকরা এই সারের উৎপাদনশীলতায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান যে,বিঘা প্রতি ৫০ কেজি শ্যামল বাংলা জৈব সার এবং ১০ কেজি ইউরিয়া সার প্রয়োগে বিঘা প্রতি ২৫-২৭ মন উচ্চ ফলনশীল ধান উৎপাদন সক্ষম। উল্লেখ থাকে গত ৩ বছর যাবৎ কাপাসিয়া এলাকায় এই জৈব সারে চাষাবাদ চলমান ও কৃষকরা সফলতার সাথে জমি চাষ করছে।
সবায় শতাধিক কৃষক অংশ নেন এবং মতামত পেশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button