আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট): বৃহত্তর জৈন্তা তথা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের ঘরে ঘরে গ্যাস সংযোগ ও পাথর কোয়ারি খোলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে যুব জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখা।
১৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় গোয়াইনঘাট প্রেসক্লাব প্রাঙ্গণে, সংগঠনের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মুহসিন আহমদ ও আব্দুল আহাদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান (সদ্য বিদায়ী) গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী,সিনিয়র সহ-সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, ডা.আবুল খায়ের ও জেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জৈন্তিয়ার গ্যাস দিয়ে সারাদেশ চলে, শুধু তাই নয় এই গ্যাস দেশের বাইরেও সাপ্লাই করা হয়েছে, অথচ বৃহত্তর জৈন্তাবাসী গ্যাস থেকে বঞ্চিত, এটাও একটা বৈষম্য। আমরা আমাদের অধিকার চাচ্ছি।
তারা আরও বলেন, এই অঞ্চলের মানুষ আল্লাহর নেয়ামত পাথর কোয়ারি নির্ভরশীল। বিগত স্বৈরশাসক পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়, যা আজও খুলে দেওয়া হয়নি৷ আমরা অতিসত্বর পাথর কোয়ারি খোলে দেওয়ার জোর দাবি জানাই।
মানববন্ধনে শিক্ষক, যুব সমাজ, সাংবাদিক, ব্যাবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ছাত্র-জনতার অর্ধ সহস্রাধিক উপস্থিতি ছিলো লক্ষনীয়।