slider

জৈন্তাপুর জাতীয়তাবাদী প্রবাসী পরিষদের কমিটি গঠন

আবু তালহা তোফায়েল,সিলেট : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জৈন্তাপুর উপজেলার শহিদ জিয়ার সৈনিকদের নিয়ে গঠিত জৈন্তাপুর জাতীয়তাবাদী প্রবাসী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সাথে সমন্বয় করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আদর্শের সৈনিকদের নিয়ে গঠিত জৈন্তাপুর জাতীয়তাবাদী প্রবাসী পরিষদের ১২৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় সিলেট জেলা বিএনপি।

৫ অক্টোবর (বৃহস্পতিবার) প্রবাসী পরিষদের প্যাডে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত অনুমোদন কপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী পরিষদের নবনির্বাচিত সভাপতি মনসুর আলম ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রাসেল সহ নেতৃবৃন্দ। পাশাপাশি জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছে প্রবাসী পরিষদ।

উল্লেখ্য যে, ১২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় এবং বৃহস্পতিবার (০৫ অক্টোবর) অনুমোদন পায় জেলা বিএনপি থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button