sliderস্থানীয়

জৈন্তাপুরে বিদেশি মদ সহ অটোরিকশা আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিরেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদ সহ সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০শে নভেম্বর (শনিবার) রাত আনুমানিক ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম। এ সময় ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহলদল দরবস্ত বাজার এলাকায় পিউরিয়া সুইটসের সম্মুখে একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিগন্যাল দিলে তাৎক্ষণিক গাড়ী থামিয়ে চালক পালিয়ে যায়৷
গাড়ী তল্লাশী চালিয়ে ২৩ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের ভারতীয় মদ ভর্তি একটি কার্টুন উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে আটককৃত বিদেশি মদ সহ অটোরিকশা জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত নামীয় ১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button