জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোয়েন্দা সংবাদের ভিত্তিত্বে উপজেলা হরিপুর হতে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা চিনি উদ্ধার, এই ঘটনায় ১ জন আটক।
পুলিশ সূত্রে জানাযায়, ৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর দেবনাথ ও সঙ্গীয় ফোর্সর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক (সিলেট-ট-১১-২৩২৫) তল্লাসী করে ভারতীয় ৩০ বস্তা চিনি আটক করা হয়। এসময় উপজেলার ঠাকুরের মাটি গ্রামের খুরশিদ আহমদ ছেলে বেকুল আহমদ (৩৫)কে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা ভারতীয় চোরাইপথে নিয়ে আসা চিনি সহ ১ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান বিরুদী অভিযান অব্যহত রয়েছে।