sliderস্থানীয়

কুড়িগ্রাম মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার মাছ শিকার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি মাছ জব্দ করেছে।
১৯ অক্টোবর দুপুর ২টা হতে সন্ধা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
অভিযান শেষে কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছ গুলো স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়।
মা ইলিশ সংরক্ষন ও প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধি সহায়তার লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষনা করে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।
এ অভিযানের আগে হাতিয়া ইউনিয়ন পরিষদে ৩৩০জন মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button