মেহেদী ইমামঃ “তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩১শে মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, সিনিয়র সহকারী কমিশনার তাহমিদা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তামাক ব্যবহারের ফলে প্রতিবছর ক্যান্সারসহ বিভিন্ন রোগে হাজার হাজার প্রাণ ঝরে পড়ছে। বক্তারা তাই তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বক্তারা তামাকের ব্যবহার রোধে সকলকে আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।