
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :”নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক মানিকগঞ্জে বেউথা আরব ভবনে জেলা নারী উন্নয়ন ফোরাম ও বারসিক এর যৌথ আয়োজন আজ দিনব্যাপী জেন্ডার ও জেন্ডার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নারীনেত্রী শামীমা চায়নার সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা রাশেদা আক্তারের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মশালায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক কনসালটেন্ট আবু রাকিব। এছাড়াও আলোচনায় আরও অংশগ্রহণ করেন জেলা নারী উন্নয়ন ফোরামের সিংগাইর উপজেলা সভাপতি পারভীন আক্তার, সদর উপজেলা সভাপতি জামেলা বেগম, সেলিনা আক্তার প্রমুখ।
কর্মশালায় সেশন ভিত্তিক আলোচনায় জেন্ডার ধারণা, জেন্ডার ভূমিকা,নারীর ক্ষমতায়ন উন্নয়ন চক্র, সংবিধানের আলোকে নারী অধিকার, মানবাধিকার, জনপ্রতিনিধির ভূমিকা বিষয়ে উভয়মুখী বিস্তারিত আলোচনা হয়। বক্তারা মনে করেন নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নে সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে নারী অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে।