sliderস্থানীয়

নিষিদ্ধ ঘোষীত ছাত্রলীগের নেতা কম্পনকে কারাগারে প্রেরণ

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায়
নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে (২৮) কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত মামলা পর্যালোচনা করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মানিকগঞ্জ সদর থানা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আবুল খায়ের ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আমানুল্লাহ জানান, এর আগে ৬ নভেম্বর রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে তাকে (সামিউর রহমান কম্পন) গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের সাথে মারপিটে আহত অবস্থায় সামিউর রহমান কম্পনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়। সুস্থ হলে আজ (বৃহস্পতিবার) বিকেলে তাকে আদালতে তোলা হয়।

ওসি বলেন, জেলা বিএনপির কার্যালয় পুড়ানো, ভাঙচুর ও নাশকতার দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মামলা করলে এই মামলায় কম্পনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাবেক মন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button