sliderগণমাধ্যমশিরোনাম

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে। তবে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫ থেকে ৩০ জনের সাথে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।’

ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে বিকল্প কোনো উদ্যোগ নেয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশ থেকে নেয়ার অনুমোদন দিয়েছে দেশগুলো। এর আগে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের অনুরোধ করেছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button