জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তিতাস উপজেলার তিতাস ভবন প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভুঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা
বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজ্বী আলী হোসেন মোল্লা, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃমোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়। এদিকে উপজেলার জিয়ার কান্দি ব্রীজের
ঢালে পৃথক আরেকটি মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম সরকার, এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন আখন্দ।