গাজীপুর প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসির আকরাম পলাশ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসল্লী, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আল আমিন হোসেন প্রমুখ। এর আগে একই স্থানে সদর উপজেলা যুবদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।