sliderবিনোদন

‘জিরো’র দুদিনে আয় ৩৮ কোটি

মুক্তির দ্বিতীয় দিনে সুপারস্টার শাহরুখ খান অভিনীত, আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র বক্স অফিস সংগ্রহ কমেছে। প্রথম দিন বক্স অফিসে ২০ কোটি ১৪ লাখ রুপি আয় করে সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে এ ছবির আয় কমে হয়েছে ১৮ কোটি ২২ লাখ রুপি।
গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জিরো’। এর মধ্যে এক হাজার ৫৮৫টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভারতের বক্স অফিসে দুদিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৬ লাখ রুপি। আন্তর্জাতিক বক্স অফিসে সংগ্রহের সংখ্যা এখনো প্রকাশ পায়নি।
এ সিনেমায় বলিউড বাদশাহ ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।
চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, দ্বিতীয় দিনে আয় কমেছে ‘জিরো’র। দ্বিতীয় দিনেই বক্স অফিসে বেশ লড়াই করতে হচ্ছে চলচ্চিত্রটিকে। তারান বলেন, প্রথম দিনের আয়ের বিবেচনায় দ্বিতীয় দিন কমেছে ৯.৫৩ শতাংশ। ভারতে দুদিনে আয় ৩৮ কোটি ৩৬ লাখ রুপি বলে জানান তিনি।

‘জিরো’র পোস্টারে আনুশকা ও শাহরুখ। ছবি : সংগৃহীত

অন্যদিকে আমির খান-অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তি পায় দীপাবলি উৎসবে। প্রথম দিনই আয় করে ৫২ কোটি রুপি। রণবীর কাপুরের ‘সঞ্জু’ প্রথম দিন আয় করে ৩৪ কোটি ৭৫ লাখ রুপি। আর মুক্তির দিন ‘রেস-৩’ বক্স অফিসে সংগ্রহ করেছিল ২৯ কোটি ১৭ লাখ রুপি।
সপ্তাহ শেষে ‘জিরো’র বক্স অফিস সংগ্রহ বাড়বে বলে পূর্বাভাস থাকলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মৌখিকভাবে প্রচারিত নেতিবাচক প্রতিক্রিয়া এ সিনেমার ওপর প্রভাব ফেলবে।
মুক্তির দিন আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ যেমন বক্স অফিসে প্রত্যাশিত ফল আনতে পারেনি, তেমনি শাহরুখভক্তদের হৃদয় জয় করতেও ব্যর্থ হয়েছে। যদিও সিনেমায় তাঁর অভিনয়ই পাদপ্রদীপের আলোয় রয়েছে।
সিনেমার গল্প শাহরুখ খান ওরফে বামন বাউয়া সিংকে কেন্দ্র করে। বাউয়া তার বাবার কষ্টার্জিত অর্থ দুই হাতে ওড়ায় সুপারস্টার ববিতা কুমারীর প্রেমে বিভোর হয়ে। মদারু তারকা ববিতার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। পরে ববিতা প্রত্যাখ্যান করলে বাউয়া সিং প্রেমে পড়েন সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত নাসার বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ওরফে আনুশকা শর্মার। এই ভালোবাসার ভ্রমণ চলে ভারত থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত। ত্রিভুজ প্রেমের গল্প এটি।
২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা। ছয় বছর পর ফের রুপালি পর্দায় একসঙ্গে দেখা গেল তিন তারকাকে। সূত্র : ইন্ডিয়া টিভি।

Related Articles

Leave a Reply

Back to top button