sliderখেলা

জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল ভারত

তারুণ্য নির্ভর অনভিজ্ঞ দল নিয়েও স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে ছাড়ল ভারত। বুধবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সফরকারী দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ’র দুর্দান্ত বোলিং তোপের মুখে পড়ে ৪২.২ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বাধিক ৩৮ রান সংগ্রহ করেন ভুসি সিবান্দা। এছাড়া চামু চিবাব ও তেন্ডাই মারুমা যথাক্রমে ২৭ ও ১৭ রান সংগ্রহ করেন। বুমরাহ ২২ রানের বিপরীতে তুলে নেন ৪ উইকেট। সতীর্থ যুজবেন্দ্রা চাহাল নেন ২৫ রানে ২ উইকেট।
জবাবে দুই ওপেনার লোকেশ রাহুল ও ফাইয়াজ ফজলের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে মাত্র ২১.৫ ওভারে ১২৬ রান সংগ্রহের মাধ্যমে জয় নিশ্চিত করে সফরকারী ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ৬৩ এবং ফাইয়াজ ফজল ৫৫ রানে অপরাজিত থাকেন।
তিন ম্যাচের ওডিআই সিরিজের আগের দুটি ম্যাচেও জয়লাভ করেছিল ভারত। ১১ জুন প্রথম ম্যাচে তারা ৯ উইকেটে এবং ১৩ জুন সিরিজের ২য় ম্যাচে ৮ উইকেটে স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button