স্পোর্টস ডেস্কঃ টেস্ট প্লেয়িং জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের মূল পর্ব সুপার টেনে ওঠে গেছে আফগানিস্তান। শনিবার নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬০ রানের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে।
প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ১৯.৪ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায়। আফগানিস্তানের করা বিশাল রানের চাপে পাল্টা আক্রমণের আগেই যেন গুঁড়িয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়াটা নিশ্চিত হয়ে পড়েছিল। দলের পক্ষে একমাত্র সিকান্দার রাজার ১৫ রান ছিল সর্বোচ্চ। আফগানস্তানের পক্ষে রশিদ খান ৩টি, হামিদ হাসান ২টি উইকেট নেন।
শনিবার নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৮৫ রান। জিম্বাবুয়ের পক্ষে এই স্কোর টপকানো সত্যিই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আফগান ব্যাটসম্যানদের তাণ্ডবের পাশাপাশি জিম্বাবুয়ে বোলার-ফিল্ডারদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। আফগানদের বড় স্কোর গড়ার কাজটি শুরু করেন মোহাম্মদ শেহজাদ। তিনি ২৩ বলে ৭টি চার আর ১টি ছক্কায় করেন ৪০ রান । এরপর সলিমুল্লাহ শেনওয়ানি আর মোহাম্মদ নবি দলের স্কোর জিম্বাবুয়ের ধরাছোয়ার বাইরে নিয়ে যান। সলিমুল্লাহ ৩৭ বলে ৪৩ আর নবি করেন ৩২ বলে ৫২ রান।