
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ২৭ জানুয়ারি শুক্রবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এসএ হাইস্কুলের আজিজিয়া মাঠে জিপিএল গোল্ডকাপ ক্রিকেটে তিতাস উপজেলা জিনিয়াস ক্লাব জয় লাভ করে। তারা ১৪ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৮৯ রান সংগ্রহ করেন, জবাবে চান্দিনা সূর্য মুখী ক্লাব ৯৯ রান করে হেরে যায়।
শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বে প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উদ্বোধক দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার, বিশেষ অতিথি প্রাক্তন ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক সরকার ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ হাসান সরকার মাঠ ঘুরে মঞ্চে আসন গ্রহণ করেন এর পর পরই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে গৌরীপুর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ হানিফ খান, সাবেক ক্রীড়াবিদ প্রহল্লাদ কর্মকার ও সহযোগী পার্টনার নিউ মেডিনোভা হসপিটালের ডাইরেক্টর মোঃ ইব্রাহিম সরকার রাসেল, ফ্রেন্স ক্লাবের মোঃ জিসান খান সহ অন্যান্য অতিথি বৃন্দ খেলা উপভোগ করেন। ম্যান অবদ্যা ম্যাচ মোঃ সাকিব ও সেরা খেলোয়াড় হিসেবে সরকার আবুল কালাম আজাদকে ক্রেস্ট প্রদান করেন উদ্বোধক মোঃ খোরশেদ আলম টাইগার সহ অন্যান্যরা। খেলার ধারা বর্ননা করেন জিসান আহমেদ ও আম্পায়ার ছিলেন মোঃ হোসেন।