
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২৯ আগষ্ট মঙ্গলবার সকালে কুমিল্লার হোমনা উপজেলার সাফলেজী গ্রামে জায়গার বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত রং মালা (৪৬)কে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রিকশা চালক কাজল মিয়ার স্ত্রী। রং মালা জানায়, প্রতিপক্ষ খোকন মিয়ার ছেলে মেয়ে স্ত্রী এবং ছোট ভাইয়ের স্ত্রী তাকে মারধর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা বাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। আহত রং মালা প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছে।